জেলা প্রশাসক ও প্রাণীসম্পদের সহায়তা সূলভ মূল্যে পন্য পাবে স্বল্প আয়ের ভোক্তা

- আপডেট সময়- ০২:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

সুলভমূল্যে ডিম-দুধ-মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক…!
বিশেষ প্রতিনিধি।।
ঈদকে সামনে রেখে জেলার স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জ শহরের সর্বপ্রথম দুটি এবং পর্যাক্রমে জনগণের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও একটি মোট তিনটি স্থানে এ সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন।
পয়েন্টগুলো হলো,জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও ফতুল্লার তক্কার মাঠ সংলগ্ন এলাকায়।
এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করা হবে মূল ডজন প্রতি ১০০ টাকা, প্রতি কেজি দুধ বিক্রি হবে ৮০ টাকা কেজি,গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকা কেজি দরে এবং ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজি বিক্রি হবে। স্বল্প আয়ের প্রান্তিক জনগণের জন্য এ বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা।
এ সকল কার্যক্রমের ফলে সাধারণ ভোক্তা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ সলভ মূল্যে এ সকল পুষ্টিকর পন্য ক্রয় করতে পারবেন পারবেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ