সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
কুষ্টিয়ায় তুলা চাষীদের সাফল্যে দাম বৃদ্ধির দাবি

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০১:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়া জেলায়। এ জেলার তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলার চাহিদাও বেশী। তবে এবছর তুলার ফলন সন্তোষজনক হলেও উৎপাদন খরচ বেশী হওয়ায় দাম বৃদ্ধির দাবি চাষীদের। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ২ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের তুলার চাষ হয়েছে। যার সিংহভাগই সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায়। তবে মৌসুমের শুরুতে অতিবর্ষণে ক্ষতির সম্মুক্ষীন হোন চাষীরা। প্রতি বিঘা জমিতে তুলা চাষে চাষীদের খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। ফলন হয়েছে বিঘাপ্রতি ৮ থেকে ১০ মন। ৪ হাজার টাকা তুলার মন হওয়ায় লাভের অংক কম হবে বলে চাষীদের দাবি। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের তুলাচাষী রুস্তুম আলী জানান, এবছর তুলা চাষে চাষীদের খরচ বেশী হওয়ায় বর্তমান বাজার দরে লাভের অংক কম হবে। একই কথা জানিয়েছেন প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের তুলাচাষী ইসমাইল হোসেন। কুষ্টিয়া অঞ্চলের তুলার আঁশ ভাল হওয়ায় এর চাহিদাও বেশী। আন্তর্জাতিক বাজারদর সমন্বয় করে মিল মালিক ও ব্যবসায়ীরা তুলার দাম নির্ধারণ করে এ অঞ্চলের তুলা ক্রয় করা হয় বলে জানিয়েছেন আল মদিনা ইন্ড্রাষ্ট্রিজ লি. এর স্বত্বাধিকারী গোলাম ফরহাদ। কুষ্টিয়া অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ শেখ আল মামুন জানান, তুলা চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারন, বীজতলা রোগমুক্ত রাখতে চাষীদের কারিগরি পরামর্শ সহ সার্বিক সহায়তা দিয়ে থাকে তুলা উন্নয়ন বিভাগ। তুলার ন্যায্য মূল্য নিশ্চিত হলে চাষীরা তুলাচাষে আগ্রহী হবে এবং চাহিদা নির্ভর তুলা চাষ বৃদ্ধি পাবে এমনটি মনে করেন সংশ্লিষ্টরা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ