সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ঈশ্বরদী, দেশজুড়ে, নারী ও শিশু, পাবনা, রাজনীতি
ঈশ্বরদীতে পুড়ে যাওয়া কৃষকের বসতবাড়ি পরিদর্শনে খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে শফের প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের। আজ সোমবার উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর মাদ্রাসাপাড়া এলাকা প্রদর্শন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির সফল আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আক্কেল মালিথা, মোঃ নজরুল ইসলাম মালিথা, ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন মেম্বারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শনকালে হাবিব বলেন, একটি বাড়ি পুড়ে যাওয়ার পর সেই বাড়িতে আর কিছুই থাকে না। আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। বাড়িঘর ও আসবাবপত্র পুড়ে গেলেও কারো জীবনের কোন ক্ষতি হয়নি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বেঁচে থাকলে কাজের মাধ্যমে একদিন পরিশ্রম করে এগুলো পূরণ করা সম্ভব। কিন্তু জীবন চলে গেলে তা ফিরে পাওয়া যায় না। আমি ব্যক্তিগত ভাবে আপনাদের আর্থিক সহযোগিতা করে যাবো। এছাড়া আমার অনুদানের পাশাপাশি সরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করে দেবো।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে যাওয়া এই বাড়ির একটি ছেলে অনার্স পাশ করেছে। এই মুহূর্তে কিছু না করা গেলেও তার চাকরির বিষয়ে আমি চেষ্টা করে যাবো। আগামীতে আমার দল বিএনপি ক্ষমতায় এলে আমি তার চাকরির জন্য জোর তদবি করে যাবো। এই ছেলেটির একটি চাকরি হলে এদের ক্ষতিপূরণ কিছুটা হলেও কমে আসবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ