সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুনী ধর্ষণ: র্যাবের ছায়া তদন্তে ঝিনাইদহে গ্রেপ্তার ধর্ষক

- আপডেট সময়- ০৫:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী নাবালিকা এক তরুণীকে ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান হাবুকে যশোরের ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১০ মার্চ) ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের র্যাব-১১ ও ঝিনাইদহের র্যাব-৬ এর যৌথ অভিযানে ছায়া তদন্তসহ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবু (৪২) সোনারগাঁও থানাধীন জামপুর ইউপির রাউৎগাও এলাকার আতশ আলীর পুত্র।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ধর্ষিতা একজন প্রতিবন্ধী নাবালিকা তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে।
প্রসঙ্গত, ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ভিকটিম তরুনী তার পেচাইন গ্রামের নিজ বাড়ি থেকে রাউৎগাও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছলে আসামি ভিকটিমকে ডেকে তার বসত ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করে। ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে আসামি হাবিবুর রহমান হাবু ভয়ভীতিসহ হুমকি প্রদান করে ভিকটিমকে ছেড়ে দেয়।পরে বিষয়টি ভিকটম তার মাকে জানায়,এরই প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে এজাহারনামীয় একমাত্র আসামি হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে আসামী হাবিবুর রহমান হাবু পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ