এনায়েতনগরের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার

- আপডেট সময়- ০১:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

স্টার রিপোর্টার।।
নারায়ণগঞ্জে সাবেক সদর উপজেলাস্থ এনায়েতনগর ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার(১৩ মার্চ) র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ থেকে র্যাব-১১-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ বেশ কয়েকটি মামলায় সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।তিনি সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে প্রচলিত। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-১১’র এ চৌকস কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ