গাইবান্ধায় নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিলেন ডা. রফিকুজ্জামান
- আপডেট সময়- ০৬:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা কে ওএসডি করা হয়েছে। তার পরিবর্তে নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান রফিক।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ডা. কানিজ সাবিহার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি বা পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৬ মার্চের মধ্যে নতুন দায়িত্বে যোগদান করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান না করলে ৯ মার্চ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
সূত্রমতে, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা এবং আর্থিক অনিয়মের অভিযোগে ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি।
নতুন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান রফিক গাইবান্ধার স্থানীয় বাসিন্দা। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আমি গাইবান্ধারই মানুষ। চেষ্টা করবো চিকিৎসা সেবায় এ জেলার মানুষের প্রত্যাশা পূরণ করতে।”
তিনি আরও বলেন, “আজই আমি দায়িত্ব নিয়েছি। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব। জেলার কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, তা চিহ্নিত করে এগিয়ে যাব। এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি।”
ডা. রফিকের নেতৃত্বে গাইবান্ধার স্বাস্থ্যসেবা খাতের উন্নতি ও জেলাবাসীর চিকিৎসা সুবিধা বৃদ্ধির প্রত্যাশা করছেন স্থানীয়রা। তার অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































