তাদের স্বাভাবিকভাবে বিকশিত হবার সুযোগ করে দিতে হবে: জেলা প্রশাসক
- আপডেট সময়- ০৪:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
“সূর্যের সৌন্দর্য তাপ, সমুদ্রের সৌন্দর্য ঢেউ ঠিক তেমনিভাবে মানুষের সৌন্দর্য মানবিকতা। যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের মূলধারায় ফিরিয়ে আনার জন্য সবাইকে নিয়ে জেলা প্রশাসন কাজ করবে এবং তাদের স্বাভাবিকভাবে বিকশিত হবার সুযোগ করে দিতে হবে।এমনটাই বলছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ কর্তৃক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, প্রাঙ্গণে জেলার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে পুরো জেলার পাঁচ উপজেলার ২০ জন প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরন করা হয়ে, এদের মধ্যে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি ইলেকট্রিক চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি কৃত্তিম বেইস (পায়ের ডিভাইস), এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জন ছাত্রকে ওয়াকিং স্ট্যান্ড এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কিডস ক্যাম্পাস স্কুল এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ও সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমার কাছে মনে হয় সূর্যের যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য রয়েছে তার তাপে। সূর্যের তাপ না থাকলে তার সৌন্দর্য্য থাকতো না, কক্সবাজারের সমুদ্রের সৌন্দর্য হচ্ছে তার ঢেউয়ে, মানুষের সৌন্দর্য আমার মনে হয় তার মানবতা। মানুষ আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীব হয়ে তার শ্রেষ্ঠত্ব দেখাতে হয় তাহলে মানবিক দিক প্রসারিত করতে হবে।
আমরা মনে করি আমাদের পরিবারের মাঝে এই বিশেষ চাহিদা সম্পূর্ণ যে সব ভাই বোনেরা ও ছাত্র ছাত্রীরা আছে, তাদেরকে নিয়ে যাতে এক্সট্রা ব্লাডেন না হয় তারা যেন আমাদের মতই সুন্দর লাইফে ফিরতে পারে সুন্দরভাবে কাজকর্ম করতে পারে তার জন্য আজকে একটি আমরা ছোট্ট উদ্যোগ নিয়েছি।
ডিসি আরো বলেন, আমরা বলতে চাই এই ধরনের চাহিদা সম্পূর্ণ যে সকল মানুষ আছে আমরা রিচ করতে চাই আমাদের মত মেনস্টিমে নিয়ে আসতে চাই যাতে তারা সাধারণ লাইফ এনজয় করতে পারে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আমরা যে হুইলচেয়ারসহ পড়ালেখার যে ডিভাইস গুলো দিয়েছি তা কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন এবং সমাজের জন্য ভূমিকা রাখবেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাকিব আল হাসান রাব্বি,এনডিসি, সমাজসেবা অধিদপ্তরে কর্মকর্তা আসাদুজ্জামান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগনসহ সুশীল সমাজের লোকজন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ