শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নব উদ্যোমে এগিয়ে যেতে হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

- আপডেট সময়- ০৩:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষকদের অনুসরন করে- জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীসহ নবীনবরন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেবব্রয়ারী) সকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিপন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন আদর্শবান শিক্ষকদের অনুসরন করে পাশাপাশি সেই যোগ্যতাই তাদের অর্জন করতে হবে। শুধু ভালো শিক্ষা গ্রহন নয়, ভালোটা যেন তারা শিখে সে জন্য তাদেরকে শিক্ষকদেরই প্রস্তুত করতে হবে। এ চলার পথ অনেক কঠিন, এখানে পরিশ্রমের কোন বিকল্প নেই। বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশকে যেভাবে পেতে চাই তার সম্ভব হবে না যদি প্রযুক্তির উপযুক্ত শিক্ষা না দিতে পারি।
সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যে সমাজ চাই সেই সমাজ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আশফাকুল রহমান, সহকারী প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন,নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল, কেবিসাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সরদার, সহ সভাপতি মোঃ শাহজাহান খোকন, সহকারী প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন প্রমুখ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ