রূপগঞ্জে প্রাইভেটকারের ভিতরে পুড়ে শিশু জিসানের মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময়- ০৪:১৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে দগ্ধ হয়ে জিসান(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকার বাসিন্দা শরিফ মিয়া তার স্ত্রী সন্তান জিসানসহ পরিবারের পাঁচজনকে নিয়ে নিজেদের গাড়িতে চড়ে নরদিংদীতে আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
যাত্রাপথে তারা গাড়িতে গ্যাস নেয়ার জন্য কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু নামক ফিলিং স্টেশনে যান। সেখানে শিশু জিসানকে গাড়ির ভিতরেই রেখে মা-বাবাসহ অন্যরা সকলে গাড়ি থেকে নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এ সময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততক্ষণে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই শিশু জিসানের মৃত্যু হয়।
তবে জানা গেছে, সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত জিসানের স্বজনদের।এরপর স্বজনরা স্থানীয়রা এসে সিএনজি স্টেশনে ভাঙচুর করলে কর্মকর্তা ও কর্মচারীরা সবাই পালিয়ে যায়।
নিহত জিসানের পিতা শরিফ মিয়া জানান, গাড়িতে গ্যাস নেয়ার সময় লিকেজ দেখে তিনি সিএনজি স্টেশনের কর্মীদের জানিয়েছিলেন। কিন্তু তারা তার কথায় গুরুত্ব না দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে এবং তার শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
এ দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাইভেটকারে আগুনে পুড়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।