সর্বশেষ:-
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটির বৈঠক
![](https://samakalinkagoj.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
![](https://samakalinkagoj.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ জেলার বিএনপি’র নব আহবায়ক কমিটির ৫ সদস্যের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ই ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ডাচ বাংলা ব্যাংকের বিপরীত পাশে গ্রিন গার্ডেন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসেকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শরীফ আহমেদ টুটুল এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ৫ সদস্য পরিচিতি সভা করেছি। আমরা এ পরিচিতি সভায় কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। নারায়ণগঞ্জ জেলায় যে সকল থানা ও পৌরসভায় বিএনপির কমিটি রয়েছে আগামীকাল উক্ত থানা ও পৌরসভার সভাপতি ও সেক্রেটারিদের সাথে বৈঠক হবে। আপনারা জানেন যে সারাদেশে সদস্য নবায়ন কার্যক্রম চলছে। আমরা খুব শীঘ্রই নবায়ন কার্যক্রম করব।
অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, ২০১৭ সালে যারা সদস্য হয়েছিলেন শুধু তাদের নবায়ন করার জন্য কেন্দ্র থেকে যে ফর্ম দেওয়া হবে শুধু তারাই সদস্য নবায়ন করতে পারবেন। কেউ যদি মৃত্যুবরণ করেন অথবা অন্য দলে যেয়ে থাকেন এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সাথে সম্পর্ক থেকে থাকে তা যদি প্রমাণিত হয় তার সদস্য পদ থাকবে না।
আমরা খুব শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে র্যালী করবো। এ র্যালীটি একটি ঐতিহাসিক র্যালী হবে এবং একটি আনন্দঘন র্যালী হবে।
আমাদের এ র্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জবাসী জানবে নারায়ণগঞ্জে একটি নতুন কমিটি হয়েছে এবং এই কমিটি যথাযথ দায়িত্ব পালন করবে। আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেলা বিএনপি।
যে মেসেজ আমরা নারায়ণগঞ্জবাসীকে এ র্যালীর মাধ্যমে দেখাবো এবং আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছি যা আপনাদেরকে পরে জানানো হবে বলে জানান অধ্যাপক মামুন মাহমুদ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
![](https://samakalinkagoj.com/wp-content/uploads/2023/05/Screenshot_2023-05-15-19-50-34-682_com.google.android.apps_.docs_-726x1024.png)
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ