নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা

- আপডেট সময়- ০৪:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোর পৌনে ৫টায় ফতুল্লাস্থ রেললাইনের উপরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
জানা গেছে, নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুরস্থ রেল লাইনের পাশেই বসবাসকারী মৃত সমন আলী বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ জানান, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাসায় চলে যান মামুন হোসাইন।এরপর তিনি প্রতিদিনের ন্যায় আবার ভোর পৌনে ৫টায় প্রতিষ্ঠানে সামনে এসে দাড়াঁন, ওই সময়ে দুর থেকে অনেকগুলো গুলি শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন মাটিতে লুটিয়ে পড়ে আছে। এসময় অজ্ঞাত দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান।
পরবর্তীতে দ্রুততম সময়ে গুলিবিদ্ধ মামুন হোসাইনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনা ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্ট ব্যবসা রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ