না’গঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান

- আপডেট সময়- ০৩:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের ভয়াবহ যানজটের সমস্যা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তার ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত। অভিযানে অবৈধভাবে যত্রতত্র পার্কিং করায় ৩টি প্রাইভেট কারকে অর্থদন্ড জরিমানাসহ ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ফুটপাত দখল করে রাখা ভাসমান হকারদের কয়েকটি দোকানপাট উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে শহরের ব্যস্ততম কয়েকটি সড়ক নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, জেলা কার্যালয় বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল কবির, বিজিবি ও জেলা পুলিশের একটি দল এসময় উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, শহরকে ভয়াবহ যানজটের কবল থেকে রক্ষা করতে মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আমরা ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। জেলার সকল জনসাধারনের চলাচল নির্বিঘ্ন করতে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে নগরকে যানজট মুক্ত রাখতে আমাদের এ পদক্ষেপ চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ