না’গঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

- আপডেট সময়- ০৪:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ কর্মসূচী পালন করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, এই কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজের সকল ধরনের সমস্যাবলী সমাধানে নানানভাবে উদ্যোগী হন। শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণমূলক কাজ করেছেন তিনি। এতো মহতি ও ভালো কাজ করার পরেও যোগদানের মাত্র ছয় মাসের মাথায় তাঁকে ওএসডি করে বদলি করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।
বিক্ষোভ শেষে কলেজের শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব বরাবর বদলি আদেশ বাতিলের দাবি জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির কাছে স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীদের পক্ষে সাদিকা ইরিন বলেন, অধ্যক্ষ স্যারের বদলি আদেশ বাতিল করতে হবে। তিনি কলেজের সকল ধরনের উন্নয়নে কাজ করেছেন।
এমন দায়িত্বশীল অধ্যক্ষ আমরা হারাতে চাই না।
অপর শিক্ষার্থী বলেন, স্যার নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদের সকল ধরনের সমাধানকল্পে পাশে থাকেন। আমাদের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখছেন। হঠাৎ তাঁকে বদলি করা অন্যায়।তাকে বদলী করা চলতে না। অচিরেই তার বদলী আদেশ বাতিলের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আমি যোগদানের পর নিয়মিত ক্লাস নিই, শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মানোন্নয়নে কাজ করি। হয়তো এ কারণেই শিক্ষার্থীরা আমার বদলির আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তবে, আমি এ বিষয়ে আগে কিছু জানতাম না।
তিনি আরও বলেন, সরকারি এক আদেশ অনুযায়ী আমাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এটি নিয়মিত বদলি কার্যক্রমের অংশ।
প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাপক আবুল কালাম আজাদ গত বছরের ২৮ জুলাই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১২ ফেব্রুয়ারি তাঁর বদলি আদেশ জারি করার খবরে কলেজের শিক্ষার্থীরা বদলি আদেশের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ