তারুন্যের পিঠা উৎসবে রকমারি পিঠা গ্রামবাংলা ঐতিহ্যকে মনে করিয়ে দেয়: ডিসি
- আপডেট সময়- ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
নতুন দেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তারুন্যের পিঠা উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ মেলার উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি পিঠা উৎসব ও মেলার প্রতিটি পিঠার স্টল ঘুরে দেখেন। এবং মেলায় হরেকরকমের বাহারি পিঠার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এসময় তিনি বলেন, তারুণ্যের পিঠা উৎসবে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখে দেশ ব্যাপি পরিচিত করতে তিনি উদ্দ্যোক্তাদের আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাকিব আল রাব্বি,এনডিসি,সমাজ সেবা উপপরিচালক, আসাদুজ্জামানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা,সাংবাদিক, ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এবার তারুণ্যের পিঠা মেলায় ক্রেতাদের চাহিদা পূরনার্থে স্টলে রাখা হয়েছে রঙ-বেরংয়ের পিঠা সহ মানবদেহের প্রোটিনের ঘাটতি পূরনে মাসরুমকে প্রধান্য দিয়েছে মেলায় আগত নারী-পুরুষ উদ্যোক্তারা। মেলা উপলক্ষ্যে রকমমারী পিঠার বিভিন্ন স্টলে পিঠা প্রেমী নারী পুরুষসহ শিশুরা আসেন পিঠা স্বাদ গ্রহন করতে।
মেলা ঘুরে দেখা গেছে টগবগে ফুটন্ত গরম তেলে ভাজা মাসরুম দিয়ে বানানো সুস্বাদু সমুচা, কোপ্তাসহ নানান ধরনের পিঠার সমারোহ। ডালিম পিঠা, গাজর পিঠা, ডাবের পুটিন, কুলি পিঠা কাঠাল পাতার ভাপা পিঠা,পুলি,ফুল পিঠা আকৃষ্ট করছে মেলায় আশা দর্শনার্থী সহ পিঠা প্রেমী ক্রেতাদের।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ