না’গঞ্জের শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি
- আপডেট সময়- ০৪:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের অদূরে ফেরিঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শীতলক্ষ্যা নদীতে নবীগঞ্জ ঘাট পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় একটি বাল্কহেড।
এসময় নৌকাটিতে চালকসহ অন্তত নয়জন যাত্রী ছিলো বলে জানা গেছে, তবে তারা সকলেই সাঁতরে নিরাপদে পাশের আরেকটি ইঞ্জিনচালিত নৌকায় উঠতে সক্ষম হয়েছে। নৌকাতে থাকা চালক, শিশু সহ যাত্রীরা সকলেই নিরাপদে সাঁতরে উঠতে পেরেছে বলে জানান নৌ পুলিশের কর্মকর্তা
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যেতে দেখা যায়। এসময় বাল্কহেডের তলায় চলে যাওয়া কয়েকজন নারী পুরুষ যাত্রীকে সাঁতরে ভেসে থাকতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুততম সময়ে তাদেরকে উদ্ধার করে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























































































































































