সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে মডেল গ্রুপ

- আপডেট সময়- ০৩:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের শীতবস্ত্র কম্বল বিতরনের মাধ্যমে পাশে দাড়িয়ে মডেল গ্রুপ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের খানপুরস্থ চিলড্রেন পার্ক এলাকায় মডেল গ্রুপের উদ্যোগে অসচ্ছল,অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ডেভেলপার জিএম মনির হোসেন সরদার।
মনির হেসেন বলেন, আমরা সবসময় প্রতিবছরের ন্যায় মডেল গ্রুপের কর্নাধার মাসুদুর রহমান এর নির্দেশনায় সমাজের অসংখ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চায় সবসময়।
শীতার্তদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের এই উদ্যোগ পর্যাক্রমে অব্যাহত থাকবে।”
এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বদরুল হক, ইসলুদ্দিন ইসা, সাইফুল ইসলাম বাবু, আলমগীর হোসেন, বরকতুল্লাহ, সামাল সরদার, সাইদুর রহমান টিটু, ফরিদুল্লাহ খান, তানভীর আজিজ হৃদয়, মাকসুদ আল মমতাজ, হৃদয় তালুকদার, রাহাদুল ইসলাম অভি, দুলাল শিকদারসহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দারা মডেল গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানান ও প্রশংসা করেন এবং এ ধরনের সামাজিক কার্যক্রম গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে দারিদ্র্য জনগোষ্ঠীকে সহায়তার হাত বাড়িয়ে আরও সম্প্রসারণের আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ