সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কলকাতা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি, ভারত, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজারে বিজিবির অভিযানে ভারতীয় এক নাগরিক আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি’র অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক’কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি। সোমবার (২৭শে জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে অভিযানে ওই ভারতীয় নাগরিক’কে আটক করা হয়।
বিজিবি সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ির মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। বিজিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ব্যাটালিয়ন ৫২ (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে নিকটস্থ থানায় মামলা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ