মুন্সীগঞ্জে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার-৫
- আপডেট সময়- ০৬:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
মুন্সীগঞ্জে একটি তেলবাহী জাহাজ থেকে ফার্নেস অয়েল লুটের সাতদিন পর সিরাজগঞ্জের চৌহালীতে ২৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল উদ্ধার করেছে নৌ পুলিশ। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। একই সঙ্গে লুণ্ঠিত ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড ও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে তারা। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে চৌহালী উপজেলার চরছলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার সড়কগাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন শেখ (২৩), খাগবুনিয়া গ্রামের চাঁন খার খাঁর ছেলে রিয়াজ খাঁ (২২), লাকুরতলা গ্রামের দেলোয়ারের ছেলে মোহাম্মদ ফেরদৌস (২২), নারায়ণগঞ্জ জেলার চর ধলেশ্বরী গ্রামের আব্দুল বেপারীর ছেলে ইসলাম (৩৯) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আমজাদ তপু (২৬)।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার সোহেল রানা, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন ও মুন্সিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান।
আরিফ হোসেন জানান, গত শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬ টার দিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে ডাকাত দল। এই ঘটনার পরেরদিন মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে আজ যমুনা নদীর চৌহালীতে চোরাই ফার্নেস অয়েলসহ বাল্কহেডটি পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ওই জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিংফিশার শিপিং লাইন্স। জাহাজের কর্মচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করেছিল একদল ডাকাত। এমন অভিযোগে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭-৮ জন ডাকাতকে আসামি করে মামলা করে। এটি যেহেতু নৌপথের ঘটনা, তাই নৌ পুলিশ মামলাটির তদন্ত করছিল। তবে আজ সিরাজগঞ্জের চৌহালীতে অভিযান চালিয়ে লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ