বাবার সাথে ঘুরতে গিয়ে কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

- আপডেট সময়- ০৭:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় পিএবি সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মো. নাফিজ উদ্দিন তাহমিদ (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পারকি বিচ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম হাজী পাড়া এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
ঘটনার সময়ে পিতা ও আরেক ভাই নাহিদুল ইসলাম তাসকিন (৬) একই মোটরসাইকেলে ছিল। তারাও আহত হয়
পুলিশ জানায়, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও গাড়ি জব্দ করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ও শাহমীরপুর ফাঁড়ির আইসি এসআই আবদুল গফুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার ছুটির দিনে দুই সন্তানকে নিয়ে পারকি বিচে ঘুরতে গিয়েছিলেন পিতা নেজাম উদ্দিন। কিন্তু বাড়ি ফেরার পথেই তাদের আনন্দময় দিনটি মর্মান্তিক ঘটনার রূপ নেয়।
তাহমিদের মৃত্যুতে পুরো কৈয়গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অসময়ে চলে যাওয়া পরিবারসহ সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ