সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাউফল, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
বাউফলে পৃথকস্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাস্তার পাশ ও নদী থেকে ওই দুই লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতেরা হলেন, উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে তরিকুল ইসলাম শরীফ (৩৫) ও কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামের মো. আওলাদ প্যাদার ছেলে সেন্টু প্যাদা (৫০)। এর মধ্যে তরিকুলের লাশ রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে বগা ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, ‘ধারণা করা হচ্ছে,অজ্ঞাত কোনো যান তরিকুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মাথা থেঁতলে গেছে। ঘাতক যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।’
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নদীতে মাছ ধরতে গেলে ট্রলারের ধাক্কায় আহত হয়ে পানিতে ডুবে যান জেলে সেন্টু। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জালে পেঁচানো অবস্থায় সেন্টুর লাশ পাওয়া যায়। নৌযানটি শনাক্তের চেষ্টা চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ