সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাউফল, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
বাউফলে নিরাপত্তা প্রহরীর চাকরি ছেড়ে মাদক ব্যবসায়ী,অতঃপর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে নেছার উদ্দিন, তার স্ত্রী সুমনা ও ছেলে শাওন উদ্দিন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার ( ২০ জানুয়ারি ) অভিযান চালিয়ে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মৃত দলিল উদ্দিন চৌকিদারের ছেলে নেছার উদ্দিন চৌকিদার। একটি প্রাইভেট ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরি করতেন। ২০১৭ সালের দিকে স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়ে মাদক ব্যবসা শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে পাল্টে যায় তার আর্থিক অবস্থা। গ্রামে নির্মাণ করেন দৃষ্টিনন্দন বাড়ী। এক সময়ের ব্যাংকের নিরাপত্তা প্রহরী নেছার উদ্দিনের অর্থের উৎস নিয়ে এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে জানতে পারেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার কথা। তিনি একা নন, স্ত্রী সুমনা ইসলাম ও ছেলে শাওনকেও নিয়োজিত করেন তার ব্যবসায়। প্রায় ৮ বছর ধরে স্থানীয় প্রভাবশালী ও পুলিশকে ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
৫ আগষ্টের ক্ষমতা বদলের পর তারও নেতার বদল হয়। আওয়ামী লীগ ছেড়ে হাল ধরেছেন বিএনপি নেতার।
একটি সূত্র জানায়, ৫ আগষ্টের পর বাউফলের কালাইয়া বন্দরে কয়েকজন মাদক ব্যবসায়ী ব্যানার নিয়ে মাদকবিরোধী র্যালি করে। যার নেতৃত্ব দেন নেছার। নিজের অপকর্ম লুকাতে এবং সমাজসেবক হিসেবে জাহির করতে নেছার তার সহযোগীদের নিয়ে এ র্যালি করেন।
পুলিশ জানায়, নেছার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নেছারের বাড়িতে অভিযান চালানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে’।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ