নারায়ণগঞ্জের ডিসি মাহমুদুল হককে বিআইডব্লিউটিসির পরিচালক পদে পদায়ন

- আপডেট সময়- ০৫:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হককে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রেষণে বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।তার স্থানে জেলা প্রশাসক পদে স্থলাভিষিক্ত হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর ডিসি মাহমুদুল হককে বদলি করে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন,দায়িত্ব দেওয়া হয়েছিলো। পরবর্তীতে ৬ জানুয়ারি ফের অপর আরেকটি প্রজ্ঞাপনে এ বদলি আদেশ বাতিল করা হয়।এর তিনদিন ফের তাকে বদলি করা হয়।
প্রসঙ্গে উল্লেখ্য যে, মাহমুদুল হক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই তার দক্ষতা ও পেশাদারিত্বের জেলার সাধারণ জনগণের সেবা কাজ করে প্রসংশিত হয়েছেন । তার সূক্ষ্ণ পেশাদারিত্ব ও দূরদর্শীতার ফলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সকল সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ