না’গঞ্জে পোশাক শ্রমিক রাসেল হত্যা মামলায় শ্রমিকলীগের ২ নেতা আটক

- আপডেট সময়- ০৫:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক রাসেল হত্যা মামলায় মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল ও সাবেক যুগ্ম-সম্পাদক আসলাম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানুপর এলাকায় ২’শ শয্যা হাসপাতালের মসজিদ সংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই এর নারায়ণগঞ্জ জেলার দায়িত্বরত সুযোগ্য পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে সদর মডেল থানার হত্যা মামলাটির তদন্তে পিবিআই তাদের দুজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের দুজনকে দুপুরে শহরের খানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শহরের প্রানকেন্দ্র ডিআইটি এলাকায় গুলিবিদ্ধ হয় পোশাক শ্রমিক মো. রাসেল। রাসেল মূলত স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। পরে গুলিবিদ্ধ রাসেলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাথে তিন দিন পাঞ্জা লড়ে ২২ জুলাই রাসেল মারা যায়। পরবর্তীতে রাসেলের মরদেহ তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশব ইউনিয়নের ভোলাগাড়ি এলাকায় দাফন করা হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ