নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন (ডাবল) টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংলগ্ন মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের পেশাটা হচ্ছে অত্যন্ত রসকহীন, যা শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে। শরীর চর্চা ও খেলাধুলা সেই চাপ থেকে মুক্তির একটি উৎকৃষ্ট উপায়। আইনজীবীদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই টুর্নামেন্টের আয়োজন সফলভাবে পরিচালিত হোক, এটাই কামনা করছি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর অনুষ্ঠানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন ও সকল আইনজীবীদের উপস্থিতি প্রানবন্ত উপস্থিতে সরব হয়ে উঠে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম সহ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আবুল কালাম আজাদ জাকির এবং সকল আইনজীবীগন।