হাতকড়া পরিয়ে অর্থ নেওয়া সেই এসআই কুদ্দুস প্রত্যাহার
- আপডেট সময়- ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুরে এক মোবাইল এ্যাক্সেসরিজ ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অবৈধভাবে টাকা নেওয়ার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে গাজীপুরের শ্রীপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। অভিযুক্ত এসআই আবদুল কুদ্দুস মূলত মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আটক বাণিজ্যের অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত,এর আগে ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ সরকার হাতকড়া পরিয়ে অর্থ নেওয়ার বিষয়টি সাধারণ মানুষসহ সাংবাদিকদের নজরে আনলে অভিযুক্ত পুলিশ সদস্য আবদুল কুদ্দুস বাড়ি গিয়ে টাকা ফেরত দেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অভিযুক্ত এসআই আবদুল কুদ্দুসকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুততার সাথে তাকে থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ