সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলার ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণের দুদিন পর উদ্ধার উদ্ধার করা হয়েছে।
রোববার ( ৫ জানুয়ারি ) রাত ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া এলাকায় একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে বাউফল থানা পুলিশ।
শিবু বণিককে উদ্ধারের পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ দিনের হিসাব নিকাশ করছিলেন শিবু বণিক। এসময় তার দুই কর্মচারী শংকর এবং তাপসও তার সঙ্গে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে হঠাৎ ৭-৮ জনের মুখোশধারী একদল ডাকাত সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। ডাকাতদল অস্ত্রের মুখে দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়। এরপর ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা রোববার শিবু বণিককে উদ্ধারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ