সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, দেশজুড়ে, নগরকান্দা, নারী ও শিশু, ফরিদপুর, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
নগরকান্দায় গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা: পুলিশি অভিযানে উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আহম্মেদ আল ইভান,
ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভজের ডাঙ্গী গ্রামে কামাল মৃধা (৪০) নামে এক অ্যাম্বুলেন্স গাড়ি চালক কে গলা কেটে হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত কামাল মৃধা ভোজের ডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।
নিহতের পরিবার থেকে জানা যায় গত ২৯ ডিসেম্বর ২০২৪ সোমবার বিকালে বাড়ি থেকে মহিলা রোড বাজারের চা খাওয়ার উদ্দেশ্যে যায় এবং রাতে বাড়িতে না ফেরায় ও তার ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন আশপাশে আত্মীয় সজনদের বাড়িতে খুজতে থাকে। শনিবার বিকালে বাড়ি থেকে কিছু দুরে লায়েক খানের পুকুর পাড়ে স্হানীয় লোকজন রক্ত দেখে চারপাশে খোঁজতে থাকে এবং রাজ্জাকের পেয়াজের জমিতে কবরের মতো কিছু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ৬ দিন পর পুলিশ ঘটনা স্থলে গিয়ে মাটি খনন করে কামাল মৃধার লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী বলেন ভোজের ডাঙ্গী গ্রামের ইন্জিনিয়ার রাজ্জাকের পেঁয়াজের জমি থেকে কামাল মৃধার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হয়েছে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ