সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
দশমিনায় পূজা দেওয়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনায় পূজা দেওয়াকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দেবাংশু হাওলাদার (কালু) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দেবাংশু হাওলাদার উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে মৃত অমূল্য হাওলাদারের ছেলে। নিহত দেবাংশু হাওলাদার কৃষ্ণ তান্নুরি গ্রুপের লোক ছিলেন।
এর আগে পূজা দেওয়া ও জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ১৪ ও ১৫ জানুয়ারি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের কৃষ্ণ তান্নুরি ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হন। তাদের দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দেবাংশু হাওলাদারসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেবাংশু হাওলাদার মারা যান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ