তিন দিনের মাথায় ফের না’গঞ্জের ডিসি বদলি নতুন দায়িত্বে জাহিদুল ইসলাম
- আপডেট সময়- ০১:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
তিন দিনের মাথায় ফের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৬ জানুয়ারি নতুন একটি প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে পূর্ণরায় স্বপদে বহাল রাখা হয়।
তবে এ আদেশের ৩ দিনের মাথায় ফের অপর একটি আদেশে তাকে পরিবর্তন করে তার পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে তার স্থানে স্থলাভিষিক্ত করে জেলা প্রশাসককের দায়িত্ব দিয়ে বদলি করা হলো।
প্রসঙ্গত উল্লেখ্য,মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।সর্বপ্রথম ২০০৬ সালে তিনি লালমনিরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
তবে রাজবাড়ির জেলা প্রশাসক(ডিসি) হওয়ার আগে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিবের পদে ছিলেন।এর পরবর্তীতে গত বছরের ৩০ অক্টোবর তাকে রাজবাড়ীতে জেলা প্রশাসক(ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহন করে বেড়ে উঠেছেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ