সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কুমারখালি, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় পুকুরে মিললো নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া মিরপুর উপজেলায় পুকুরে মিললো এক নির্মাণ শ্রমিকের খতবিক্ষত মরদেহ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে মিরপুর থানা পুলিশ উপস্থিত হয়েছে। নিহত মঈন উদ্দীন(৩০) উপজেলার ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় বাড়ি নির্মাণ শ্রমিক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে কৃষকেরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির পড়ে থাকা দেহ দেখতে পায়। কাছে গিয়ে তারা দেখে মাথায় এলোপাথাড়ি আঘাতে খতবিক্ষত। দ্রুত তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করে। পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে না। সকালে জানতে পারে তার লাশ পড়ে আছে মাঠে। কেন কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা কেউ ধারণা করতে পারছে না। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় হত্যা মামলা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ