সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী
কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যার করে মালামাল লুট

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।
সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। তবে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কী কী মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের ওপর তার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। পরে তাকে খাটের ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় দেখা যায়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ