ঈশ্বরদী রেলওয়ে স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

- আপডেট সময়- ০৪:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন বলেন, ব্রিটিশ আমলে রেল চালুর শুরু থেকে ১৬০ বছরের অধিক সময় ধরে রেলওয়েতে প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে রানিং স্টাফরা ‘পার্ট অফ পে’ রানিং এলাউন্স এবং ৭৫ ভাগ রানিং এলাউন্স যোগ করে পেনশন পেয়ে আসছিল। কিন্তুঅর্থ মন্ত্রনালয়ের ৩/১১/২০২১ তারিখের পত্রে রানিং এলাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানে অসম্মতি জানায়। ভবিষ্যতে এই জটিলতা এড়াতে অর্থ মন্ত্রনালয়ের অসম্মতি প্রত্যাহার করে লিখিত আদেশ জারি করতে হবে। ২০২২ পরবর্তী সরাসরি নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত রানিং স্টাফদের পূর্ববর্তী রানিং স্টাফদের ন্যায় মাইলেজ ভাতা এবং পেনশন সুবিধা প্রদান করতে হবে। নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ এবং ১৩ নং শর্তটি বাতিলসহ দাবী পূরণ করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। সেটা না করে দীর্ঘদিন নানা তালবাহানা করা হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন ঈশ্বরদী শাখার দপ্তর সম্পাদক শাহিদ হোসেন। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, রেল শ্রমিক দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, শ্রমিক দলের সম্পাদক ছবি মন্ডল, রানিং স্টাফ ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম, টিটিই’জ এসোসিয়েশনের সম্পাদক আকরামুল হক প্রমুখ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ