রূপগঞ্জে কালীপূজা ও কীর্তন পরিদর্শনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
- আপডেট সময়- ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকাদাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় কালীপূজা ও কীর্তন পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান শিরিন আক্তার সেলি।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাওঘাট গ্রামের ৩টি কালীপূজা মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত কীর্তন পরিদর্শন করেন। এ সময় গোলাকাদাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সনাতন ধর্মের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার সেলি উপজেলার গোলাকাদাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলজার হাসান ভুঁইয়ার সহধর্মিনী। পূজামন্দির পরিদর্শনকালে এলাকাবাসীর পক্ষ থেকে শিরিন আক্তার সেলিকে শাল উপহার দেন। প্রতিটি মন্দিরে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার সেলি বলেন, হিদু-মুসলিম যুগ যুগ বছর ধরে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমরা সব সময় হিদু ধর্মাবলম্বীদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং আছি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ আছে। আগামীতেও আমরা দিপু ভুঁইয়া নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত গোলজার হাসান ভু্ইঁয়া পরিবার গোলাকাদাইল ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই এ আশাবাদ ব্যক্ত করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ