রূপগঞ্জের পূর্বাচলে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: রিমান্ডে তিন আসামি
- আপডেট সময়- ০৬:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ফিটে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
রোববার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত তাদের দুই দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সড়ক নিরাপত্তা আইনের মামলায় তিন আসামি মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
প্রসঙ্গ উল্লেখ্য যে,এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে চেক পোস্টে একটি মোটরসাইকেল থামায় দায়িত্বরত পুলিশ। মোটরসাইকেল আরোহী তিনজনই বুয়েটশিক্ষার্থী ছিলেন। সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলার সময় হঠাৎ দ্রুত গতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।
এতে বুয়েটশিক্ষার্থী মুহতাসিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারা উভয়ই সিএসই বিভাগের শিক্ষার্থী।
দূর্ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়িতে থাকা এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ মামলায় গ্রেপ্তার তিনজনকে গত শুক্রবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রূপগঞ্জ থানা পুলিশ। তবে ছুটির দিন হওয়ায় শুনানির জন্য রোববার তারিখ নির্ধারণ করেন বিজ্ঞ আদালত।আজ শুনানি শেষে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ