সর্বশেষ:-
গফরগাঁওয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
লিমা আক্তার,ময়মনসিংহ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গফরগাঁও উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন জেএস স্পোর্টিং ক্লাব বনাম বাংলাদেশ প্রেসক্লাবের খেলোয়াড়গন। খেলাটি উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান। বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান,
গফরগাঁও উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, পৌরসভার যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার নূরুল ইসলাম কাঞ্চন , মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।খেলায় বাংলাদেশ প্রেসক্লাব ৪-৩ গোলে বিজয় লাভ করেন। বাংলাদেশ প্রেসক্লাব টিমের অধিনায়কত্ব করেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এবং ম্যাচে সেরা গোলকিপার হিসেবে তাকে পুরস্কৃত করা হয়।
সভাপতি বেলাল আহমেদ বলেন,বর্তমানে বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছেন যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি উৎসাহ ও উদ্দীপনা যোগাতে হবে । খেলাধুলার মাধ্যমে যেন তারা মাদক থেকে দূরে থাকে এবং শিক্ষা অর্জনে মনোযোগী হয়ে বাংলাদেশের রাষ্ট্র গঠনে আগামী দিনে নেতৃত্ব দিতে পারে। খেলাটি উপভোগ করার জন্য স্টেডিয়াম মাঠের চারপাশে দূর দূরান্ত থেকে আগত ও স্থানীয় হাজারো দর্শক উপস্থিত হয়।টানটান উত্তেজনাময় খেলাটি দর্শকের মন ছুঁয়ে যায়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ