সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ক্যাম্পাস নিউজ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, রাজনীতি
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি।।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ( ১৫ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতারের পর সোমবার বিকালে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আদনান ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে বলে তিনি জানান।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ