সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুমারখালি, কুষ্টিয়া, খুলনা, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী থানার ওসি ক্লোজ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৩১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর ও কুমারখালী থানার ওসি নজরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়। তাদেরস্থলে দৌলতপুর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. নাজমুল হুদা ও কুমারখালী থানায় যোগ দিয়েছেন মো. সোলাইমান শেখ। আনুমানিক একমাস আগে শেখ আউয়াল কবীর দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন এবং মো. নজরুল ইসলাম কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন ।
তারা যোগদানের পর কুমারখালী ও দৌলতপুরে আইন শৃঙ্গলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বৃদ্ধি পায় খুন, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ দৌলতপুর থানায় দালালদের দৌরাত্ম। পাশাপাশি জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারনে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। এ বিষয়ে দৌলতপুর থানার নবাগত ওসি মো. নাজমুল হুদা জানান, গতকাল রোববার বিকেলে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছি। আগের ওসি শেখ আউয়াল কবীর কুষ্টিয়াতে আছেন। এখনও তাকে কোন থানায় দেওয়া হয়নি।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ