সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, কুমারখালি, কুষ্টিয়া, খুলনা, দেশজুড়ে, নারী ও শিশু
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতনের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,প্রতিনিধি।।
কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের নিশ্চিন্ত বাড়িয়া গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধুর উপর অমানসিক অমানুষিক নির্যাতন ও বাড়িঘর লিখে নেওয়ার হুমকি, খোকসা থানায় অভিযোগ দায়ের। নির্যাতিত আনোয়ারা খাতুন বলেন গত তিন বছর আগে আমার স্বামী মো. সবজাল মোল্লা ৭ হাজার টাকা সুদে করে নিয়েছিল একই গ্রামের মৃত ইয়াদ আলী শেখের ছেলে মো.জাফর শেখের নিকট থেকে। তিন মাস পূর্বে ৩৩ হাজার ৫০০ টাকা দিয়ে পরিশোধ করে দিলেও তার জের টেনে বর্তমানে ৪ লক্ষ টাকার দাবি করতেছেন। টাকা না দিলে বাড়িঘর লিখে নিবে, তার হুমকিতে বাড়িঘর ছাড়া ওই গৃহবধূ । এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে গৃহবধূ আনোয়ারা খাতুনের বাড়ির আঙ্গিনা থেকে তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করেন এবং ঘটনার একপর্যায়ে তার গলায় হাতে থাকা কাচি দিয়ে আঘাত করে এ ঘটনায় তিনি গুরুতর আহত হন ,খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন, পরবর্তীতে (২০ ডিসেম্বর শুক্রবার ) বিকেলের দিকে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মো. আনোয়ার বলেন, আমার মা বাড়িতে একা থাকেন আমার বাবা হরেক রকমের মালামাল বিক্রয় করে বেড়ায়, আমি একটা ছোটখাটো চাকরি করি , সুদখোর জাফর শেখের ভয়ে বাড়িতে আসতে পারি না।এ ঘটনার সত্যতা জানতে গেলে জাফর শেখের বাড়ির উপর গেলে তিনি বিষয়টি প্রথমত অস্বীকার করেন, পরবর্তীতে বলেন আমার গরু বিক্রয় টাকা তাকে দিয়েছি কেন সে আমার টাকা দেবে না, টাকা না দিলে আমিও আইন জানি আমি আমার আইনের গতিতেই আমি হাঁটবো। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, একজনের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ