সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, বাংলাদেশ, যুক্তরাজ্য, রাজনীতি
৩১ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে মুন্সীগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো:কাউসার আহমেদ রাব্বি’র নেতৃত্বে শহরের বিভিন্ন স্থান ও জনসাধারণের মানুষের কাছে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন পৌর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।এ সময় ছাত্রদল নেতাকর্মীরা গণতান্ত্রিক,মানবিক,আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জানতে সবাইকে আহ্বান করেন।লিফলেট পৌঁছে দেন নারী-পুরুষ,ছাত্র-জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে।কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো:পারভেজ, ইসমাইল হোসাইন শান্ত,থিয়েল,সিফাত ইসলাম, সাব্বির দেওয়ান,শিপু,জিহাদ,সানজিদ হাসান রতন, মানিক,রাকিব,সজীব।আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাহমিদ রশিদ, আজমাইন,সামি,প্রিমন,রায়হান সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি,সাধারণ সম্পাদক,সিনিয়র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ।পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো:কাউসার আহমেদ রাব্বি জানান,নতুন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এর অংশ হিসাবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানুর নির্দেশে লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফা সম্পর্কে জনগনকে সজাগ করে তোলার জন্যই এ কার্যক্রম। বিএনপি ও তারেক রহমানের নেতৃত্ব সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তোলার জন্য কাজ করে যাবে ছাত্রদলের নেতাকর্মীরা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ