সাতক্ষীরায় ফেয়ার মিশনের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময়- ১১:২০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
নতুন বাংলায় শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে ৫ম বারের মতো মাদক বিরোধী সাইকেল র্যালী ২০২৪। প্রতিবছর ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের আয়োজনে এই মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।এবারে ৫শতের অধিক সাইক্লিষ্ট এই মাদক বিরোধী সাইকেল র্যালীতে অংশগ্রহণ করে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে অনুষ্ঠিত এই মাদক বিরোধী সাইকেল র্যালীতে হাজারো মানুষের অংশগ্রহণ করে। এখানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এবারেও তার ব্যতিক্রম নেই। এবছর উপজেলার পুষ্পকাটি ভাটা ফুটবল মাঠ হতে সকাল ৯’টায় আনুষ্ঠানিকভাবে এই মাদক বিরোধী সাইকেল র্যালীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য এই মাদক বিরোধী সাইকেল র্যালীতে অংশগ্রহণ করেন। দেবহাটার জনগণকে মাদকের ভয়াবহতা তুলে ধরতে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা শেষে পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে র্যালীর সমাপনী ঘোষণা করা হয়। সকল অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও আবেক সাতক্ষীরা সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাসার,সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলার বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ