মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয়: স্পষ্ট জানিয়েছেন আইজিপি
- আপডেট সময়- ১০:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম/দৈনিক সমকালীন কাগজ
অনলাইন নিউজ ডেস্ক।।
গত ৫ই আগস্টের পর সারাদেশে অনেক ভূয়া-মিথ্যা মামলাসহ এসকল মামলা নিয়ে আর্থিক বাণিজ্য হচ্ছে।অতএব মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত এ আইজিপি।
এ সময় আইজিপি বলেন, অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেফতার করা যাবে না।গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চান ৯৫ শতাংশ সাধারণ মানুষ।চাঁদাবাজদের তথ্য সংগ্রহ চলছে, সবাইকে শিগ্রই আইনের আওতায় আনা হবে।
বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা কোন পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী ও বন্ধুত্বপূর্ন আচরণ করতে হবে।
‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে বিশ্বাস আমার’, যোগ করেন তিনি।
দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ