ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরেই সিয়ামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
- আপডেট সময়- ০৮:১৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিয়াম (১৮) নামে এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে দশটায় ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় খবর পেয়ে ফতুল্লা থানা মডেল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি একটি হোসিয়ারী কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা সিয়ামকে ঢেকে এনে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় নিহত সিয়ামের মা কাঞ্চন জানান, গত দুই মাস যাবৎ সিয়াম খুব অসুস্থ ছিলো। সুস্থ হয়ে ১৫ দিন আগে সে একটি হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজে যোগদান করে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুই থেকে তিন জন ছেলে বাসায় এসে জানায় সন্ত্রাসীরা সিয়ামকে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করেছে।
নিহত সিয়ামের ঘনিষ্ঠজনদের তথ্য সূত্রে জানা গেছে, তাদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মনের নেতৃত্বে মেহেদী, ইকরাম, আবদুল্লাহ ও মহিউদ্দিনসহ বেশ কয়েকজন সহযোগী পিলকুনী পাঁচ তলার সামনে থেকে জোরপূর্বক সিয়ামকে অটোরিকশাযোগে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে সিয়ামকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে পুনরায় রিকশাযোগে পাঁচ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা সিয়ামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে থানা পুলিশের একাধিক টিমের সদস্যরা কাজ করছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ