না’গঞ্জে অপহৃত দুই সহোদরকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দিলো পিবিআই
- আপডেট সময়- ০৭:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
ফতুল্লা(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের হিজলা থানার ডিক্রিরচর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পিবিআই ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ৮ ডিসেম্বর দুপুরের দিকে ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই সহোদর, নাঈম (৭) এবং নাবিল (৩)।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখূজি করার পরে না পেয়ে ফতুয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করে।
এরপর সন্ধ্যার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করলে বিষয়টি থানায় অবহিত করে।
এর পরবর্তীতে ১০ ডিসেম্বর ফতুল্লা মডেল থানা এবং পরিবারের পক্ষ থেকে পিবিআইর কাছে সাহায্য চেয়ে অভিযোগ জানানো হলে জিডি মূলে পিবিআই বিষয়টির ছায়া তদন্ত শুরু করে।দায়িত্ব দেয়া হয় পরিদর্শক হাবিবুর রহমানকে।এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই নিশ্চিত হয় যে, অপহরণকারী চক্র ওই দুই সহোদরকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের হিজলার ডিক্রিরচর এলাকায় রাখা হয়েছে।
এরপর ১১ ডিসেম্বর পিটিআই এর চৌকস পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ পিটিআই এর একটি চৌকস অভিযানিক দল সক্রিয় প্রচেষ্টায় ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই সহোদরকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হয়।এসময় অপহরণকারীরা টের পেয়ে ওই দুই সহোদরকে ফেলে পালিয়ে যায়।পরেরদিন ১২ ডিসেম্বর সকালে দুই শিশুকে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সহোদরের কাছ থেকে জানা যায়, অজ্ঞাত এক নারী ও পুরুষ (অপহরণকারীরা) স্টেডিয়াম থেকে সুকৌশলে তাদের অপহরণ করে নিয়ে যায়।
উদ্ধারকৃত দুই সহোদরকে বিজ্ঞ আদালতের নির্দেশে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ