সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
টেকনাফের হোয়াইক্যংয়ে ১২’হাজার ৬’শ পিস ইয়াবাসহ আটক-১

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ১২হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক
মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃত হলেন নয়াপাড়া এলাকার নাছরপাড়া গ্রামের
আব্দুর রহিম পুত্র আনোয়ার হোছন (৩০)
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮.১০ ঘটিকায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর খারাংখালী থেকে
কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং সিপাহী ডগ জ্যাক যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ জ্যাক সিএনজির চালকের সীটের নীচে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক
আচরণ প্রকাশ করে।
পরবর্তীতে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা উক্ত সিএনজিটি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিটিও আটক করা হয়।
তিনি আরো জানান,
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।