সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় সমিতির অর্থ চাওয়াকে কেন্দ্র করে হাতের কব্জি কর্তনের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় সমিতির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিস নামে এক ব্যাক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে নজুর বিরুদ্ধে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরের পৌর ১৭ নম্বর ওয়ার্ডের মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। বাবুল আক্তার আনিস শহরের ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত আসালত ফকিরের ছেলে। পরিবারও স্থানীয় সূত্রে জানা যায় , কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে সমিতির টাকা চাওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ওরফে নজু ও তার ক্যাডারসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জন এসে বাবুল আক্তার আনিসকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নজরুল ইসলাম ওরফে নজুর হাতে থাকা হাঁসুয়া দিয়ে আনিসের বাম হাতের কবজির ওপর কোপ দেয়।এতে হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়।এসময় তাকে তার পিঠের ডানপাশে বাহুর ওপর কোপ দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।পরে আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আহত বাবুল আক্তার আনিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: হোসেন ইমাম। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন,এলাকায় তাদের একটি সমিতি ছিলো।সে সমিতিকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রথমিক ভাবে জানা গেছে। কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ