সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, কিশোরগঞ্জ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ পুলিশ
কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ: নিহত-২
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
নয়ন মিয়া, ভৈরব প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আলী আকবরী এলাকায় নাহার ফিলিং ষ্টেশন সংলগ্ন এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলা রামদী ইউনিয়নের পাদুকা ব্যবসায়ী হেলাল মিয়া (৫০) এবং একই উপজেলার দ্বাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ভৈরব-কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়কে আলী আকবরী নামক স্থানে নাহার ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় ভৈরব মুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়।এছাড়া আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন,আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজু মিয়া জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ