সর্বশেষ:-
প্রচ্ছদ /
আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, ভেড়ামারা
উদ্বোধনের তিন বছরেও চালু হয়নি ভেড়ামারা পৌর ভূমি অফিস
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা পৌর নতুন ভূমি অফিস নির্মাণ করেছে ভূমি মন্ত্রণালয়। সেটি উদ্বোধনের পর কেটে গেছে ৩ বছর। কিন্তু এখনো তা চালু করা হয়নি সুদৃশ্য এই ভবনটি। সড়কের পাশে হওয়ায় সুদৃশ্য ভবনটিতে যে কারো চোখ আটকে যাবে। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভেড়ামারা পৌর ভূমি অফিসের ভবনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়। ভূমি সেবাদের জন্য এসব আয়োজন করা হলেও চালুর অভাবে ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। পৌরবাসী বাসীর দাবি দ্রুত যেন ভবনটি চালু করা হয়।
ভেড়ামারা পৌর ভূমি অফিসটি ২০২১ সালে উদ্বোধনের পর থেকেই মুখ থুবরে পড়ে আছে, চালু হয়নি ৩ বছরেও। অথচ অত্যাধুনিক ভবনটির সব ধরনের সুযোগ-সুবিধা আছে। সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের জন্য নির্মাণ করা হয় সুদৃশ্য ভবনটি। কিন্তু নির্মাণের পর উদ্বোধন হলেও ব্যবহার না হওয়ায় ৩ বছর ধরে বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পরে আছে ভূমি সেবা দেওয়া পৌর ভুমি ভবনটি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, দীর্ঘদিন পড়ে থাকার কারণে অনেক ময়লা জমেছে তাই সংস্কার কাজ শুরু হয়েছে, দ্রুত সংস্কার কাজ শেষ করে চালু করার প্রস্তুতি চলছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ