আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-১

- আপডেট সময়- ১২:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পিটুনির শিকার হন লাভলী আক্তার (২৫) নামে অপর একজন নারী । পরবর্তীতে পুলিশ তাকে আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত বিল্লাল হোসেন হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামের আবদুল মজিদের ছেলে। অন্যদিকে আহত লাভলী আক্তার একই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের তথ্য সূত্রে জানা গেছে, রাতে জাকির হোসেন নামের কাহেন্দী এলাকার এক ব্যক্তির বাড়ির পাশে বিল্লালসহ ১০/১২ জন অপরিচিত লোকের উপস্থিতি টের পান এলাকাবাসী।
এ সময় গ্রামের লোকজন একত্র হয়ে সন্দেহ করে ধাওয়া দিলে বিল্লাল তাঁদের হাতে ধরা পড়েন।এসময় বিল্লালের সঙ্গে থাকা বাকি লোকেরা পালিয়ে যায়।
গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ওই নারীকেও ডাকাত সন্দেহে গনপিটুনি দেন এলাকাবাসী। পিটুনি থেকে বাঁচতে ওই নারী পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ ওই নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওই নারী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত লাভলী আক্তার জানান, তিনি ডাকাতিতে জড়িত নন। তাঁর দাবি, পেশায় তিনি একজন যৌনকর্মী। ঘটনার সময় খদ্দেরের সঙ্গে ওই এলাকায় ছিলেন। লোকজনের চিৎকারে ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় লোকজন ডাকাত সন্দেহে তাঁকে ধরে ফেলে মারধর করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন আরও জানান, সুরতহাল শেষে বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি বলে তিনি জানান।