রূপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের শোভাযাত্রা
- আপডেট সময়- ০৬:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে একটি শোভাযাত্রা বের করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলার কড়ইতলায় এক সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কমিশনার উবায়ুল রহমান শাহেল, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. শাহজাদা ভুঁইয়া, যুগ্ন আহ্বায়ক মো. চাঁন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী দিনে মুক্তিযোদ্ধাদের জন্য যেনো সরকারী কোঠায় ভাতা প্রদান করা হয় সেই দাবি করা হবে। তাছাড়া আজীবন মুক্তিযোদ্ধারা এদেশে সম্মানী ব্যক্তি হিসেবে মর্যাদা পাবেন। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রূপগঞ্জ হানাদার মুক্ত হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ