সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, দেশজুড়ে, নগরকান্দা, নারী ও শিশু, ফরিদপুর, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
নগরকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন এর নিখোড়হাটি গ্রামে
মোটরসাইকেল দুর্ঘটনায় আকাব্বর মাতুব্বর ওরফ আলী আকবার (৫৫) নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবরে পাওয়া গেছে। ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আকাব্বর মাতুব্বর গ্রামের দোকান থেকে বাড়িতে ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। আহত আকাব্বর মাতুব্বর কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্হানীয়রা জানান দোকান থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে তার সামনের দিক থেকে প্রতিবেশী রিপন মাতুব্বর এর ছেলে মোটরসাইকেল চালক সাকিব(১৭) ও তার বন্ধু সৈয়দ মাতুব্বর এর ছেলে আরিফ (১৬),হায়দার শেখ এর ছেলে সায়েম (১৭) বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেলে ধাক্কায় আকাব্বর মাতুব্বর গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতের পরিবার থেকে থানায় মৌখিক অভিযোগ দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। নিহত আকাব্বর এর ছেলে বাইজিদ বলেন আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে ধাক্কায় মারা গেছে। যারা মোটরসাইকেল চালিয়েছে তারা তিনজনেই কিশোর। এলাকায় বেপরোয়া গাড়ি চালিয়ে বেড়ায়। তাদের গাড়ির ব্রেক লাইট কিছু নেই। বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা হয়েছে। মোটরসাইকেল চালক সাকিব ও তার পরিবার এই ঘটনার পরেই এলাকা থেকে পলাতক রয়েছে।
তবে সুত্রে জানা যায় লাশ বাড়িতে রেখেই টাকার বিনিময়ে মিমাংসার পায়তারা চলছে।
এবিষয় নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল বলেন মৌখিক অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করি তবে নিহতের পরিবার পোস্টমর্টেম করতে তারা আগ্রহী না তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ মর্গে পাঠানো হয়নি।টাকায় মিমাংসার ব্যপারে আমাদের জানা নেই।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ